বুধবার, ৫ মার্চ, ২০১৪

Administrator Password forgot at Windows 7?

Administrator Password forgot at Windows 7?

Computer এ একাধিক User থাকলে সাধারনত একটি Account থাকে Admin হিসেবে আর অন্যান্যগুলো থাকে Guest / Limited Account
Limited Account এ অনেক সমস্যা যেমন কোন সফটওয়্যার Install দেয়া যায় না ,যায় না নিজের ইচ্ছেমত ব্যবহার করা । তো আসুন এবার একটি Tips দিই;এটি দিয়ে আপনি Admin কে Limited User বানিয়ে দিতে পারবেন !
তাহলে নিচের ধাপগুলো Follow করুন :
১. Start > Run >cmd দিয়ে Enter press করুন ।( command মেনুতে যান । )
২. cd\ লিখে Enter করুন ।
৩. C: লিখে Enter করুন ।
৪. cd windows\system32 লিখে Enter Press করুন ।
৫. copy logon.scr logon.old লিখে Enter Press করুন ।
৬. copy cmd.exe logon.scr লিখে Enter Press করুন ।
এবার PC Restart করুন এবং Log on না করে অপেক্ষা করুন । তকছুক্ষন পর দেখবেন Command prompt খুলবে । যদি না খোলে তাহলে বিকল্প হিসেবে খুলতে নিচের পদ্ধতি অনুসরন করুন ।
১. Start > Run >cmd দিয়ে Enter press করুন ।( command মেনুতে যান । )
২. cd\ লিখে Enter করুন ।
৩. C: লিখে Enter করুন ।
৪. cd windows\system32 লিখে Enter Press করুন ।
৫. Copy sathe.exe sathe.old লিখে Enter Press করুন ।
৬. copy cmd.exe sathe.exe লিখে Enter Press করুন ।
এবার PC Restart করুন এবং Log on না করে 5 বার Shift চাপুন । এবার Command prompt খুলবে ।
এখন Admin password change করতে লিখুন net user administrator 2007 লিখুন তাহলে password change হয়ে ২০০৭ হয়ে যাবে ।
আর আপনি যদি password পরিবর্তন না করে New User খুলতে চান তাহলে net user administrator Eva Lucy Sen /add লিখে Enter press করুন তাহলে Eva Lucy Sen নামে একটি Account তৈরী হবে ।
আর আপনি user1 কে Administrator Account করতে চাইলে লিখুন net localgroup administrator user1/add লিখে Enter press করুন ।
তাহলে আপনার এই Account টি Administrator হয়ে যাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন